ফিরবে!
মোহাম্মদ শাহাদাত হোসেন
তুমি আসবে, অপেক্ষাতে আছি ফিরবে বলে,
থমকে গেলো তবুও বসে আছি আজও
এখনো কমেনি বুকের ছটফটানির আর্তনাদ
ওই অজানা পথ ধারে তোমারি অপেক্ষায়!
তুমি সমুদ্রের পাড়ে সেই নীল হৃদয়ের ধারে
সব কালো মেঘ সরিয়ে বলেছিলে ফিরবে,
আজ লেখনির ঘষামাজার প্রতিধ্বনি শুধু তুমি
মনের অজান্তে উঁকি মেরে উড়ায় মনের ঘুড়ি।
সাগরপাড়ে নীল জল ঢেউ তোলে চিরন্তন
ক্ষত বিক্ষত মাটি আর বালির আস্তরণ।
প্রকৃতি তার অমোঘ নিয়মে বিকশিত চলমান
তাই বুঝি সমিরন কাঁদে সদা নিয়তির নির্যাস।।
ফিরবে নাকি ফিরবে না কিচ্ছু যায়-আসে না
মোর মন বাতায়ন দোলায় দোলে তোমার তরে,
বিরহী আত্না বিতাড়িত জগত সংসার সংশয় -
অপেক্ষা তাই আসবে ফিরে ভালোবাসার বন্ধন।।
এশিয়ান টাইমস্/এমজেডআর