রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের বিহারী পট্টির জহুরি মহল্লায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান বলেন, বিকাল ৪টা ১৫ মিনিটে বিহারী পট্টিতে আগুন লাগার খবরে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় আরও তিনটি ইউনিট যোগ দেয়। পরে বিকাল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ, হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি এই অপারেটর।
এশিয়ান টাইমস্/এমজেডআর