দেশে করোনার ভ্যাকসিন আসা নিয়ে কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ (এমপি)।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই। চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাকসিন চলে আসবে। যারা করোনার শুরুতে বিভিন্ন শঙ্কা, আশঙ্কার কথা রটিয়েছিল, বলেছিল রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে, তারাই এখন করোনার ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রচার করছে।
মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবেলায় এশিয়া উপমহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ভালো। যথাসময়ে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত যথাসময়ের মধ্যে করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সুতরাং এ নিয়ে কোনো শঙ্কা নেই।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তা অনেক উন্নত দেশও করতে পারে না।
ঢাকা ও চট্টগ্রামের বাইরে বিটিভির পুর্নাঙ্গ সম্প্রচার কেন্দ্র চালু করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে আরও ছয়টি বিভাগীয় শহরে বিটিভির পুর্নাঙ্গ সম্প্রচারকেন্দ্র স্থাপন করা হবে। আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে রংপুরে বিটিভির পুর্নাঙ্গ সম্প্রচারকেন্দ্র স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এশিয়ান টাইমস্/এমজেডআর