অবুঝের পেন্সিল
জোনায়েদ আহমেদ
রাতের জোছনা মাখা চাঁদে..
রোদ্দুর হাসিমাখা মুখে
এই মলিন ব্যস্ত শহরে,
খুব ইচ্ছে ছিল তোর খবর নিতে,
তুই কেমন আছিস জানতে?
দুই হাতের আলিঙ্গনে বেঁধে রেখে ছিলে আমাকে
কুয়াশা ভরা ভোরে,ঘুম ভাঙ্গা চোখে
চাদর মোড়ানো গায়ে দেখি না তোমাকে।
হাতে হাত রেখে চলার পথে
তারা ভরা রাতে জানালার পাশে,
গল্প বলে না কেউ আমার সাথে তাইতো একটা চিঠি পাঠিয়েছি তব
অভিমান ভাঙ্গাতে নীল খামে!
মনে কি পড়ে পুরোনো স্মৃতি
হেঁটে হেঁটে ভিজেছি কতোদিন,
আজ কেন তবে রয়েছো নীরব
হয়েছে হৃদয় এতটা কঠিন।
খুব করে ভিজতে ভীষন ইচ্ছে
হাতে হাত রেখে তোমার সনে,
তুমিহীন বৃষ্টি বেরসিক মনে
তোমার স্মৃতিগুলো স্মরনাতীত।
রাতের নিকষ কালো অন্ধকারের ক্যানভাসে
আজো মোর হাতে নেই যন্ত্রনার রংতুলিটাকে।
এশিয়ান টাইমস্/এমজেডআর